neemkunibd.com


গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করবেন যেভাবে

গুগলের জনপ্রিয় ফিচার গুগল ম্যাপ এখন পৃথিবীকে এনে দিয়েছে আপনার হাতের মুঠোয়। বিশ্ব মানচিত্রের যেকোনো শহর, রাস্তা বা স্থাপনাকে এখন চেনা সম্ভব গুগল ম্যাপের মাধ্যমে। শুধু তাই নয়, আপনি চাইলে নিজের বাড়ির লোকেশনও যুক্ত করতে পারেন গুগল ম্যাপে। এতে পরিবার, বন্ধুবান্ধব বা ডেলিভারি পার্সন—সবাই সহজেই আপনার ঠিকানা খুঁজে পাবেন।


 কেন গুগল ম্যাপে বাড়ির লোকেশন যুক্ত করবেন?

  • কাউকে রাস্তা বুঝিয়ে দিতে হবে না
  • ডেলিভারি, কুরিয়ার ও অ্যাম্বুলেন্স সার্ভিস সহজ হবে
  • আপনার দোকান, অফিস বা প্রতিষ্ঠান খুঁজে পেতে সহায়তা করবে
  • ব্যক্তিগত ও প্রফেশনাল জীবনে সময় ও বিড়ম্বনা কমবে


 গুগল ম্যাপে নিজের বাড়ির লোকেশন যুক্ত করার ধাপ:

১. গুগল ম্যাপ অ্যাপ খুলুন এবং সাইন ইন করুন
আপনার মোবাইল ফোনে Google Maps অ্যাপটি চালু করুন এবং গুগল অ্যাকাউন্টে সাইন ইন করুন।

২. Contribution অপশনে যান
নিচে থাকা Contribute বা কন্ট্রিবিউশন বাটনে ক্লিক করুন।

  1. ‘Add a missing place’ নির্বাচন করুন
    এখানে “Missing Place” বা “নতুন স্থান যোগ করুন” অপশনটি সিলেক্ট করুন।

৪. আপনার বাড়ির নাম ও তথ্য লিখুন

  • স্থানটির নাম লিখুন (যেমন: Rahim Villa / বাসা নম্বর + সড়ক)
  • ঠিকানা যুক্ত করুন
  • ক্যাটাগরি হিসেবে “Residence” বা “Home” দিন
  • চাইলে ছবি যোগ করুন

৫. লোকেশন পিন সেট করুন
ম্যাপে সঠিক জায়গায় লোকেশন পিন দিন যাতে গুগল বুঝতে পারে বাড়িটি কোথায় অবস্থিত।

৬. সাবমিট করুন
সব তথ্য সঠিকভাবে দেওয়ার পর ওপরে থাকা Send আইকন/জমা দিন বাটনে ক্লিক করুন।


 এরপর কী হবে?

গুগল সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে আপনার পাঠানো ঠিকানা রিভিউ করে। তবে অনেক সময় এর আগেই আপনার লোকেশন Google Maps-এ যুক্ত হয়ে যায়। গুগল ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেবে লোকেশনটি যুক্ত হয়েছে কি না

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post