First iPhone

যুক্তরাষ্ট্রের এক নিলাম অনুষ্ঠানের মাধ্যমে অ্যাপলের প্রথম প্রজন্মের একটি আইফোন ৩৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। স্মার্টফোনটির পাশাপাশি নিলামে প্রতিষ্ঠানটির প্রথম দিকের একটি আইপডও বিক্রি হয়েছে।


প্রথম প্রজন্মের আইফোনটি কখনো খোলা হয়নি। নিলামে এটি ৩৫ হাজার ৪১৪ মার্কিন ডলারে বিক্রি হয়েছে। অন্যদিকে প্রথম প্রজন্মের আইপডটি ২৫ হাজার ডলারে বিক্রি হয়েছে। ২০০১ সালে বাজারে প্রথম প্রজন্মের আইপড প্রথম আত্মপ্রকাশ করে। অন্যদিকে ২০০৭ সালে বাজারে আইফোনের যাত্রা। আরআর নিলামের মাধ্যমে আইফোনটি বিক্রি করা হয় এবং এটি বিশ্বে বিরল গ্যাজেট বিক্রির ক্ষেত্রে নতুন ইতিহাস তৈরি করেছে।

প্রাচীন ডিভাইস বা গ্যাজেটের জন্য সবাই অনেকটা অধীর আগ্রহে থাকে। সেদিক থেকে এসব ডিভাইসের মূল্য সহজেই কয়েক লাখ ডলার ছাড়িয়ে যায়। সম্প্রতি নিলামে বিক্রি হওয়া আইফোনে অ্যাপল আই কম্পিউটারের সার্কিট বোর্ড যুক্ত ছিল। অ্যাপলের সহপ্রতিষ্ঠাতা স্টিফেন ওজনিয়াকের হাতে এটি বিক্রি হয়েছিল।

সূত্রঃ অনলাইন

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post