বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড ২০২৫ শুরু হচ্ছে
neemkunibd.com
সংবাদ সম্মেলনে বক্তব্য দিচ্ছেন বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলীসংগৃহীত


শিক্ষার্থীদের মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি আন্তর্জাতিক AI প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ করে দিতে বাংলাদেশে দ্বিতীয়বারের মতো শুরু হচ্ছে বাংলাদেশ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অলিম্পিয়াড (বিডিএআইও) ২০২৫

এই আয়োজনে রয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (BDOSN) এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (BUBT)। প্রতিযোগিতা শুরু হবে শনিবার, বিইউবিটি ক্যাম্পাসে এবং তা চলবে টানা পাঁচ ঘণ্টা।


আন্তর্জাতিক মঞ্চে সুযোগ

বিজয়ী শিক্ষার্থীরা চীনের বেইজিং শহরে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক এআই অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পাবে। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিডিওএসএন।


প্রেস কনফারেন্সের গুরুত্বপূর্ণ বক্তব্য

বিইউবিটির উপাচার্য অধ্যাপক এ বি এম শওকত আলী বলেন, "এই অলিম্পিয়াড শুধুমাত্র প্রতিযোগিতা নয়, এটি ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বে দক্ষ হওয়ার এক গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।"


প্রাথমিক পর্ব ও অংশগ্রহণ

স্কুল, কলেজ, কারিগরি ও ব্রিটিশ কারিকুলামের শিক্ষার্থীদের জন্য আয়োজিত এ প্রতিযোগিতার প্রাথমিক পর্ব অনুষ্ঠিত হয়েছে ৩ ও ১০ মে। প্রাথমিক পর্ব থেকে নির্বাচিত ১৭১ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে জাতীয় চূড়ান্ত পর্বে।


প্রশিক্ষণ ও পুরস্কার

বিজয়ীরা অংশ নেবে চূড়ান্ত আন্তর্জাতিক প্রতিযোগিতায়। সেই সঙ্গে তারা পাবে অনলাইন ও সরাসরি প্রশিক্ষণ, সনদপত্র এবং আকর্ষণীয় পুরস্কার।


উল্লেখযোগ্য উপস্থিতি

  • অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ – আইকিউএসি ও বিআরআইসির পরিচালক
  • অধ্যাপক বি এম মইনুল হোসেন – বিডিএআইও দলনেতা, ঢাকা বিশ্ববিদ্যালয়
  • সহকারী অধ্যাপক মো. সাইফুর রহমান – চেয়ারম্যান, সিএসই বিভাগ, বিইউবিটি

এই ধরনের আয়োজন ভবিষ্যতের AI নেতৃত্ব গড়ার ভিত্তি তৈরি করছে।

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post