neemkunibd.com

 

অনলাইনে জালিয়াতি শনাক্তের ৫টি কার্যকরী উপায়


প্রতারণার নতুন নতুন ফাঁদে ফেলে সাইবার জালিয়াতরা সাধারণ মানুষের কাছ থেকে বিপুল অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। সম্প্রতি নাগপুরে এমনই একটি ভয়াবহ ঘটনা ঘটেছে যেখানে এক তরুণী চাকরির প্রলোভনে পড়ে হারিয়েছেন ১.১৩ লাখ টাকা।


ঘটনার বিবরণ নাগপুরের ২৩ বছর বয়সী এক তরুণী অনলাইনে মোটা বেতনের চাকরির অফারে প্রতারিত হন। অপরিচিত এক ব্যক্তি নিজেকে একটি ই-কমার্স প্রতিষ্ঠানের প্রজেক্ট ম্যানেজার দাবি করে তার ফোনে চাকরির প্রস্তাব পাঠায়। প্রতিদিন ৫০০০ টাকার বিনিময়ে কাজের প্রতিশ্রুতি দেওয়া হয় এবং একটি লিঙ্ক পাঠানো হয়।


লিঙ্কে ক্লিক করার পর একটি রেজিস্ট্রেশন ফর্ম খুলে যায় যেখানে প্রাথমিক অর্থ প্রদান করতে বলা হয়। এরপর একে একে নানা অজুহাতে আরও অর্থ দাবি করে প্রতারকরা এবং শেষ পর্যন্ত ১.১৩ লাখ টাকা হাতিয়ে নেয়।


অনলাইন স্ক্যাম এড়ানোর ৫টি উপায় ১. অপরিচিত কারও পাঠানো লিঙ্কে ক্লিক করবেন না, এমনকি পরিচিতদের লিঙ্কেও সাবধান থাকুন। ২. যেকোনো লিঙ্ক বা ওয়েবসাইটের URL ভালোভাবে যাচাই করুন, ভুয়া ওয়েবসাইটে ভুল বানান দেখা যায়। ৩. লোভনীয় অফারে না গিয়ে বাস্তববাদী চিন্তা করুন—বিশেষত অতিরিক্ত বেতনের চাকরি অফার এলে। ৪. অনলাইন পেমেন্টের আগে সাইটে 'https://' আছে কি না দেখে নিন। ৫. প্রয়োজনে গুগলে প্রতিষ্ঠানটি সম্পর্কে খোঁজ করুন এবং রিভিউ পড়ুন।


শেষ কথা অনলাইনে নিরাপদ থাকতে হলে সচেতনতা সবচেয়ে বড় অস্ত্র। সন্দেহজনক লিঙ্ক বা অফার পেলে সরাসরি এড়িয়ে চলুন এবং প্রয়োজনে স্থানীয় সাইবার ক্রাইম সেলে যোগাযোগ করুন।

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post