ডাটা শেষ? কোনো সমস্যা নেই! এখন রবি ও এয়ারটেল গ্রাহকরা ডাটা ব্যালেন্স ছাড়াও ফেসবুকের ছবি দেখতে পারবেন। পাশাপাশি ব্যবহার করতে পারবেন ম্যাসেঞ্জার—এটিই প্রথমবারের মতো বাংলাদেশে চালু হলো।
মেটা ও রবি'র যৌথ উদ্যোগে চালু হওয়া এই ফিচারটি বাংলাদেশের ডিজিটাল অগ্রগতিতে একটি যুগান্তকারী পদক্ষেপ।
কী পাওয়া যাবে এই নতুন ফটো মোডে?
- ফেসবুকের ছবি (Photo version) দেখা যাবে ডাটা ছাড়াই
- ভিডিওর স্টিল ফ্রেম দেখা যাবে (ভিডিও চালু হবে না)
- ম্যাসেঞ্জার ব্যবহারে কোনো বাধা থাকবে না
- আগের মতো টেক্সট ভার্সনের সাথেই থাকবে ছবি ব্রাউজের সুবিধা
ডাটা নেই? তাও প্যাক কিনতে পারবেন সহজেই!
ডাটা শেষ হয়ে গেলে ফেসবুকেই দেখানো হবে একটি পপ-আপ নোটিফিকেশন, যা জানাবে ডাটা ব্যালেন্সের অবস্থা এবং সেখানে থেকেই আপনি কিনে ফেলতে পারবেন নতুন প্যাক।
যেভাবে পেমেন্ট করা যাবে:
- বিকাশ, নগদসহ মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS)
- ব্যাংক কার্ড বা একাউন্ট
- ইন্টারনেট লোন সুবিধা
ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে নতুন পদক্ষেপ
এই উদ্যোগের ফলে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষও ডাটা ব্যালেন্স ছাড়াই সরকারি সেবা, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও জরুরি তথ্য পেতে পারবে ফেসবুকের মাধ্যমে। ফলে ডিজিটাল অন্তর্ভুক্তি যেমন বাড়বে, তেমনি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীও থাকবে সংযুক্ত।
কী বলছে রবি ও মেটা?
“আমরা বিশ্বাস করি, ইন্টারনেট সবার জন্য।
এই উদ্যোগ সেই লক্ষ্যেই একটি কার্যকর উদাহরণ।”
— রবি ও মেটার যৌথ বিবৃতি
উপকারভোগী কারা?
- যারা হঠাৎ ডাটা শেষ হয়ে যাওয়ায় কনটেন্ট দেখতে পারেন না
- যারা শুধুমাত্র ফেসবুকেই থাকেন সংযুক্ত
- যারা ডিজিটাল শিক্ষা ও সরকারি সেবায় আগ্রহী
- যারা দ্রুত ইন্টারনেট প্যাক কিনতে চান সহজ উপায়ে
ভবিষ্যতের পরিকল্পনায় যা থাকছে:
- এসএমএসের মাধ্যমে সিভি বা কনটেন্ট শেয়ার সুবিধা
- QR কোড স্ক্যান করে ফেসবুক ভিডিও ডাউনলোড লিংক
- আরও ফিচার ইন্টিগ্রেশন, বিশেষ করে সরকারী সেবার সঙ্গে
আরও পড়ুন
👉 আরও জেনে নিন এই সম্পর্কিত অন্যান্য লেখা:
Post a Comment
If you any Question, Please contact us.