আইইবি (IEB) কি?

আইইবি (IEB) এর পূর্ণরূপ হলঃ- The Institution of Engineers, Bangladesh. IEB হল ইন্জিনিয়ারদের একটি সংগঠন। এই সংগঠনটি একটি native organization যা ইঞ্জিনিয়ারদের দ্বারা পরিচালিত হয়।

অনেকের মনেই প্রশ্ন জাগে যে, IEB Membership না থাকলে ডেসিগনেশন হিসেবে কি ইন্জিনিয়ার লেখা যাবে?

আমাদের দেশের অধিকাংশ স্টুডেন্টরা মনে করে যেসকল প্রতিষ্ঠান IEB স্বীকৃত নয়, সে সকল প্রতিষ্ঠানে BSc in Engineering শেষ করার পর স্টুডেন্টরা নামের পূর্বে ডেসিগনেশন হিসেবে “ইঞ্জিনিয়ার” যুক্ত করতে পারবে নাহ। কিন্তু এমন মনে করাটা সম্পূর্ণ ভুল। IEB হল ইন্জিনিয়ারদের একটি ক্লাব/সংগঠন মাত্র, ঢাবি কতৃক কোর্টের রিটে এটা ফলাফল এসেছিল। এটা কারো ইঞ্জিনিয়ারিং টাইটেলের রেগুলেশন নিয়ে বিচার করতে পারে না।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (UGC) অনুমোদিত B.Sc in engineering সার্টিফিকেট যার আছে, সেই একজন ইঞ্জিনিয়ার। সে বুয়েট, ডুয়েট, ঢাবি অথবা যেকোনো বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকেই পডুক না কেন, সে একজন ইঞ্জিনিয়ার।

IEB হচ্ছে একটি ন্যাটিভ অর্গানাইজেশন। সুতরাং IEB স্বীকৃত যে কোন প্রতিষ্ঠান IEB এর বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করতে পারবে। যা IEB স্বীকৃত নয় এরুপ প্রতিষ্ঠান পারবে না এবং ডেসিগনেশনে IEB এর কোন হাত নেই। যেমন সিভিল ও আর্কিটেকচার ইঞ্জিনিয়ারদের বিল, ড্রয়িং এসব সরকারি কোনো কাজে বা অনুমতি নিতে IEB মেম্বারশীপ লাগে।

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) বাংলাদেশের প্রকৌশল পেশাজীবীদের জাতীয় সংগঠন। IEB হলো বাংলাদেশে ইঞ্জিয়ারদের অভিভাবক সংস্থা। এই সংস্থা টি সোসাইটিস রেজিস্ট্রেশন অ্যাক্ট ১৮৬০ দ্বারা নিবন্ধিত। আইইবিতে বর্তমানে সকল প্রকৌশল বিভাগ অন্তর্ভুক্ত। আইইবির প্রধান লক্ষ্য হল পেশাদার শ্রেষ্ঠত্ব নিশ্চিত করা এবং দেশের প্রকৌশলীদের ক্রমাগত পেশাদারী উন্নয়ন সাধন করা। এটি দেশের ও বিদেশের অন্যান্য পেশাজীবী সংগঠনের ঘনিষ্ঠতা স্থাপন এবং সহযোগিতার কাজ নিরলসভাবে করে যাচ্ছে। ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ -এর অণুমোদিত শিক্ষা প্রতিষ্ঠানের বিভিন্ন প্রকৌশল বিভাগের স্নাতক ও স্নাতকোত্তরা এখানে সদস্য হতে পারেন। বর্তমানে সদস্য সংখ্যা প্রায় ৪১,৫৪৫ জন। যাদের মধ্যে প্রায় ৩০% ফেলো, ৬০% সদস্য এবং বাকিরা সহযোগী সদস্য।

কিভাবে হবেন IEB accredited ইঞ্জিনিয়ার ?

IEB membership নেই এমন প্রতিষ্ঠান থেকে BSc ইঞ্জিনিয়ারিং শেষ করেও IEB মেম্বার হওয়ার জন্য আবেদন করা যায়। সেক্ষেত্রে তাদের কিছু নিয়ম-কানুন মেনে একটি পরীক্ষার মাধ্যমে membership পাওয়া যায়।

ধাপ-১ঃ  প্রথমেই দেখতে হবে আপনার ইউনিভার্সিটি কি IEB accredited কিনা আই.ই.বি হচ্ছে ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন, বাংলাদেশ যা বাংলাদেশ এর ইঞ্জিনিয়ারদের মিলনমেলা বলা চলে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ থেকে শুরু করে সেখানকার ল্যাব সুবিধা, ফ্যাকাল্টি মেম্বার এসবের ওপর বিবেচনা করে সেই নির্দিষ্ট ডিপার্টমেন্ট কে একটি এফিলিয়েশন দিয়ে থাকে। যে সমস্ত ডিপার্টমেন্ট এর এই এফিলিয়েশন আছে সে সমস্ত ডিপার্টমেন্ট এর ছাত্র রা পরবর্তীতে সেই ডিপার্টমেন্ট এর যেকোন ২ জন (আই ই বি মেম্বার) শিক্ষকের সহায়তায় আই ই বি'র একটি ফরম পূরণ করে সেখানকার মেম্বার হতে পারবেন । কিন্তু যে সমস্ত ডিপার্টমেন্ট এর এই সুবিধা নেই সে সকল ডিপার্টমেন্ট এর ছাত্র দের আই ই বি এফিলিয়েশন না পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে আবেদন করার জন্য। আই ই বি বিভিন্ন মেয়াদে এই এফিলিয়েশন প্রদান করে থাকে একটি ডিপার্টমেন্ট কে। সেই মেয়াদের মধ্যে যারা বের হবেন তারা আবেদন করতে পারবেন। আর যারা মেয়াদ এর ভেতর পড়বেন না তাদেরকে পরবর্তী মেয়াদ সম্প্রসারণ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। নীচে কিছু এফিলিয়েশন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট এর তথ্য পাবেন। এগুলো পরিবর্তন যোগ্য এবং যেকোন সময় পরিবর্তন হতে পারে। তাই আপডেটেড থাকতে আই ই বি'র ওয়েব সাইটে নজর রাখতে পারেন। আই ই বি ওয়েবসাইট IEB এফিলিয়েশন প্রাপ্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট . প্রথমেই চেক করে নিন আপনার ইউনিভার্সিটি এই লিস্ট এ আছে কিনা তারপর পরবর্তী স্টেপ এ যেতে পারেন।  

ধাপ-২ঃ কে কোন ধরনের মেম্বার হতে পারবেন ? তিন ধরনের মেম্বারশিপ রয়েছে IEB এর অধীনে 

  1. Fellow Member - FIEB 
  2. Member - MIEB
  3. Associate Member- AMIEB 
1. Fellow Member- FIEB এর জন্য যোগ্যতাঃ 

বয়সঃ ন্যূনতম ৩৭ বছর কমপক্ষে ৫ বছর IEB member হিসেবে থাকতে হবে 
অভিজ্ঞতাঃ ১২ বছর

2. Member- MIEB এর জন্য যোগ্যতাঃ 

বয়সঃ ন্যূনতম ২৭ বছর 
কমপক্ষে IEB associate member হিসেবে থাকতে হবে অথবা 
২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে 

3. Associate Member- AMIEB:  IEB accredited ইউনিভার্সটি থেকে ইঞ্জিনিয়ারিং পাশ করতে হবে। 



ধাপ-৩ঃ  প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • IEB রেজিস্ট্রেশন ফর্ম (এসোসিয়েটেড মেম্বার, মেম্বার , ফেলো মেম্বার এর জন্যে আলাদা আলাদা ফর্ম ফিলাপ করতে হবে) ফর্ম ডাউনলোড করতে এখানে ক্লিক করুন ।  পাসপোর্ট সাইজ ছবি (২ কপি) 
  • সার্টিফিকেটঃ SSC, HSC/Diploma, B.Sc. Engineering [নোটঃ সার্টিফিকেট, মার্কশিট এর অর্জিনাল কপি দেখাতে হবে] 
  • NID ফটোকপি
  • সর্বশেষ ২ বছরের মধ্যে করা ট্রেনিং সার্টিফিকেট ( CSI Etabs, CSI SAFE, Staad.Pro, AutoCAD, TEKLA structure ইত্যাদি যেগুলো সম্প্রতি ২ বছরের মধ্যে করা হয়েছে ) [ Ex: For Civil Engineer ] MIEB এর ক্ষেত্রে ১৫০০ শব্দের মধ্যে অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লেখা ডকুমেন্টস জমা দিতে হবে) 
  • FIEB এর ক্ষেত্রে ২০০০ শব্দের মধ্যে অভিজ্ঞতা নিয়ে বিস্তারিত লেখা ডকুমেন্টস জমা দিতে হবে)

ধাপ-৪ঃ ফিসঃ 

Fellow = 2,300/- 
Member = 1,900/- 
Associate Member = 900/- 

ধাপ-৫ঃ  IEB ফর্ম ফিলাপ করে ফর্ম সহ উল্লেখিত সব ডকুমেন্টস একসাথে করে যেতে হবে IEB তে, IEB এর ৪ তলায় মেম্বারশিপ সেকশনে ফর্ম জমা দিয়ে পেমেন্ট ক্লিয়ার করতে হবে।


   

পরবর্তীতে মেম্বারশিপ হয়ে যাবার পর ক্যাশ মেমো দিয়ে আইডি কার্ড নিয়ে আসতে পারবেন। আইডি কার্ড না নিয়ে আসলেও যদি মেম্বারশিপ হয়ে যায় তাহলে আপনি অনলাইনে তা দেখতে পারবেন এবং সেই মেম্বারশিপ দিয়ে কাজ করতে পারবেন । 

মেম্বার হয়ে যাওয়ার পর আপনি সহজেই আপনার মেম্বারশিপ চেক করতে পারবেন । মেম্বারশিপ চেক করার জন্য এখানে ক্লিক করুন ।  

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post