এএফপি


ইরানের প্রস্তুতকৃত নতুন ড্রোন সাত হাজার কিলোমিটার বা চার হাজার মাইল উড়তে সক্ষম বলে রবিবার (২৮ জুন) জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার হোসাইন সালামি।


দেশটির রাষ্ট্রীয় একটি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে সালামি বলেন, “কোনো পাইলট ছাড়াই আমাদের তৈরিকৃত এই ড্রোন সাত হাজার কিলোমিটার উড়তে পারে এবং একাই আগের স্থানে ফিরে আসতে বা কোথাও অবতরণ করতে পারবে।”


ধারণা করা হচ্ছে ইরানের তৈরিকৃত “গাজা” ড্রোনের চেয়ে নতুন এ ড্রোনের রেঞ্জ হবে প্রায় সাড়ে তিন হাজার কিলোমিটার।


এর আগে “গাজা’’ ড্রোনই ছিল ইরানের সবচেয়ে বৃহৎ রেঞ্জের ড্রোন।


সুত্রঃ অনলাইন

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post