মেইলের 'রিপ্লাই অল' ফাংশনটি প্রাপক এবং প্রেরক উভয়ের জন‌্য বিরক্তিকর একটি কারণ হতে পারে। রিপ্লাই অল বাটনটি যখন কেউ চাপেন, তখন অন‌্যদের কাছে গিয়ে সেটি  স্প‌্যাম ইমেইল হিসেবে বিরক্ত তৈরি করতে পারে।  আবার অনেকে ভুলে একজনকে ইমেইল পাঠাতে গিয়ে সবাইকে রিপ্লাই দিয়ে দেন। এ সমস‌্যার সমাধান নিয়ে এসেছে মাইক্রোসফট। 

মাইক্রোসফটের একটি অফিশিয়াল ব্লগ জানিয়েছে যে, এটি বিশ্বব্যাপী অফিস ৩৬৫ ব‌্যবহারকারীদের জন‌্য রিপ্লাই অল স্ট্রম প্রটেকশন ফিচার চালু করছে মাইক্রোসফট। এক ঘণ্টার মধ‌্যে যদি ১০ বার রিপ্লাই অল ব‌্যবহার করে পাঁচ হাজার জনের বেশি কাউকে ইমেইল করা হয় তবে তা ব্লক করে দেবে ফিচারটি। চার ঘণ্টার জন‌্য মেইলের রিপ্লাই সুযোগ বন্ধ করে দেবে এবং ব‌্যবহারকারীকে শান্ত থাকতে বলবে।


মাইক্রোসফট জানিয়েছে, শুরুর দিকে বড় প্রতিষ্ঠানের জন‌্য এ ফিচারটি চালু করার কথা ভাবলেও এটি ছোট প্রতিষ্ঠান ও অফিস ৩৬৫ ব‌্যবহারকারীদের জন‌্য পরিবর্তন আনবে।
১৯৯৭ সাল থেকে এটি নিয়ে কাজ করছে মাইক্রোসফট ,তবে ২০১৯ সালে ফিচারটির ঘোষণা দেওয়া হয়েছিল।

আরো পড়ুনঃ 


লেখকঃ মোঃ মাহমুদুল হাসান (মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ার)

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post