ওয়েব ব্রাউজারকে অনেকেই ইন্টারনেটে প্রবেশের দরজা বলেন। ইন্টারনেট ওয়েব ব্রাউজারগুলি ইন্টারনেট ওয়েবসাইটগুলির মধ্যে কী রয়েছে তা সন্ধানের জন্য প্যাসেজ হিসাবে কাজ করে।একটি অপারেটিং সিস্টেমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সফটওয়্যার বা অ্যাপ হলো এই ওয়েব ব্রাউজার।

ইন্টারনেটে প্রবেশ করতে হলে দরকার হয় ইন্টারনেট কানেকশন এবং একটি ওয়েব ব্রাউজার।আপনি যদি ২০২০ সালের সেরা ওয়েব ব্রাউজার খুঁজে থাকেন তাহলে বর্তমানে অসাধারণ বৈশিষ্ট্য সম্পন্ন এবং জনপ্রিয় প্রচুর ব্রাউজার রয়েছে। তবে শীর্ষ ওয়েব ব্রাউজার কোনটি? এমন একটি প্রশ্ন আমাদের মনে আসতেই পারে। আমরা এখানে শীর্ষ ছয়টি ওয়েব ব্রাউজারের একটি তালিকা সংকলন করেছি যা অনেক সমৃদ্ধ, দ্রুত, সুরক্ষিত এবং ব্যবহারকারীদের কাছে অনেক জনপ্রিয়। আজকের এই আর্টিকেল এ আলোচনা করা হবে  বর্তমান সময়ের সেরা ছয়টি ওয়েব ব্রাউজার সম্পর্কে- 

১. গুগল ক্রোম

ইন্টারনেট জায়ান্ট গুগলের জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোম। এর ব্যবহারকারীদের নিরাপত্তা নিশ্চিত করতে অনেকগুলো নতুন ফিচারস যুক্ত করেছে গুগল। ব্যবহারকারীরা ওয়েব অ্যাপ্লিকেশনগুলির পারফরম্যান্সকে বর্ধিত করতে ক্রোম স্টোর থেকে বিনামূল্যে ডাউনলোড করতে পারবেন শত শত দরকারী এক্সটেনশান। 

হয় ২ সেপ্টেম্বর ২০০৮ সালে যাত্রা শুরু করেছিল গুগল ক্রোম। যাত্রা শুরুর পর থেকে এর জনপ্রিয়তা দ্রুত বেড়েই চলছে। বর্তমানে সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার হচ্ছে গুগল ক্রোম। এতে বুকমার্ক ম্যানেজমেন্ট, এক্সটেনশান, থিম, ডেটা সিংক, ইনকগনিটো মোডের মতো সকল বেসিক ফিচারসই রয়েছে। 

যে প্ল্যাটফর্ম গুলোতে ব্যবহার করতে পারবেন
  • উইন্ডোজ
  • লিনাক্স
  • ম্যাক ওএস
  • অ্যান্ড্রয়েড
  • আইওএস 
  • ক্রোম ওএস
গুগল-ক্রোম ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Downloud Google chrome


২. মোজিলা ফায়ারফক্সে

কয়েকটি শক্তিশালী বিকাশকারী সরঞ্জাম সহ প্রচুর প্লাগইন এবং এক্সটেনশান রয়েছে বর্তমান সময়ের আরেকটি সেরা ওয়েব ব্রাউজার মোজিলা ফায়ারফক্সে। ব্রাউজারটি ডেভলপ করেছে মোজিলা ফাউন্ডেশন এবং এর অধীনস্ত মোজিলা কর্পোরেশন। মজিলা ফায়ারফক্স  সম্পুর্ন ফ্রি এবং ওপেন সোর্স। ২৩ সেপ্টেম্বর ২০০২ সালে প্রথম রিলিজ করা হয় ব্রাউজারটিব্রাউজারটি ৯০টিরও বেশি ভাষা সাপোর্ট করে এবং এর জনপ্রিয়তার দিক থেকে এর অবস্থান গুগল ক্রোমের পরেই।

Mozilla Firefox

অন্যান্য সকল ওয়েব ব্রাউজারের মতো এতেও বুকমার্ক ম্যানেজমেন্ট, এক্সটেনশান, থিম, ডেটা সিংক, ইনকগনিটো মোডের মতো সকল বেসিক ফিচারসই রয়েছে তবে ব্রাউজার ক্রিপ্টোমাইনিং ব্লকিং, ট্রাকিং প্রটেকশন এর মত বিশেষ কিছু ফিচারস রয়েছে ব্রাউজারটিতে

যে প্ল্যাটফর্ম গুলোতে ব্যবহার করতে পারবেন 
  • উইন্ডোজ
  • লিনাক্স
  • ম্যাক ওএস
  • অ্যান্ড্রয়েড
  • আইওএস
  • ক্রোম ওএস এবং
  • বিএসডি ওএস                                 

মোজিলা ফায়ারফক্সে ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Download Firefox

৩. মাইক্রোসফ্ট এজ

উইন্ডোজ ১০ ব্যবহারকারীরা খুব ভালভাবেই পরিচিত এই ব্রাউজারটির সাথে। উইন্ডোজ ১০ এ মাইক্রোসফটের তৈরি এই ব্রাউজারটি ডিফল্ট ব্রাউজার হিসেবে কাজ করে। তাছাড়া এটি উইন্ডোজ ১০ এর ডিফল্ট ব্রাউজার যার ফলে অন্যান্য ব্রাউজার গুলোর তুলনায় উইন্ডোজ ১০ এর সেটিংসের সাথে এটির ডিপ ইন্টাগ্রেশন রয়েছে।ব্রাউজারটি আপনার কাছে ভালো লাগতেও পারে কারন ব্রাউজিং স্পিড এবং ফিচারসের দিকগুলো বিবেচনা করলে নিসন্দেহে এটি সেরা ব্রাউজার গুলোর মধ্যে অন্যতম।

Microsoft Edge

মাইক্রোসফট মূলত ইন্টারনেট এক্সপ্লোরারের হারানো সম্মান ফিরে পেতেই ২৯ জুলাই ২০১৫ সালে এটি রিলিজ করে।

যে প্ল্যাটফর্ম গুলোতে ব্যবহার করতে পারবেন
  • উইন্ডোজ ১০
  • এক্সবক্স ওয়ান
  • অ্যান্ড্রয়েড এবং
  • আইওএস।


মাইক্রোসফ্ট এজ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Download Microsoft Edge

৪. ম্যাক্সথন

ম্যাক্সথন ক্লাউড ইঞ্জিন দ্বারা চালিত একটি দ্রুত ব্রাউজার, তবে এটি অত্যন্ত ফাস্ট একটি ওয়েব ব্রাউজার। এই ব্রাউজার দুটি রেন্ডারিং ইঞ্জিন, ওয়েবকিট এবং ট্রাইডেন্ট ব্যবহার করে থাকে যার ফলে এটি অত্যন্ত ফাস্ট ব্রাউজ করতে পারে। ফায়ারফক্সের বিকল্প হিসেবে এই ব্রাউজারটি অনেকেই ব্যবহার করেন। এতে বিল্ট-ইন অ্যাড ব্লক প্লাস, নাইট মোড, স্ক্রিনশট টুল, ইমেল ক্লায়েন্ট, পাসওয়ার্ড ম্যানেজার, ভিডিও ক্যাপচারিং টুল, নোট টেকিং টুল সহ আরো অনেক ফিচারস রয়েছে। 

Maxthonযে প্ল্যাটফর্ম গুলোতে ব্যবহার করতে পারবেন 
  • উইন্ডোজ
  • ম্যাকওস
  • লিনাক্স
  • অ্যান্ড্রয়েড
  • আইওএস এবং 
  • উইন্ডোজ ফোন।

ম্যাক্সথন ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Download Maxthon

৫. ব্রেভ

আমাদের মধ্যে অনেকেই আমরা চিন্তিত থাকি আমাদের ইন্টারনেট প্রাইভেসি নিয়ে। যারা এই প্রাইভেসি ব্যাপারটা নিয়ে খুব বেশি চিন্তিত থাকেন তাদের জন্য উপযুক্ত ওয়েব ব্রাউজার হলো ব্রেভ। এই ব্রাউজারকে বেস্ট প্রাইভেসি ফোকাসড ক্রোমিয়াম ব্রাউজার বলা হয়। ২০ জানুয়ারী ২০১৬ সালে ব্রাউজারটি তৈরি করেন মজিলার প্রাক্তন সিইও ব্র্যান্ডন আইক। গুগল ক্রোমের প্রায় সব ফিচারস এবং এক্সটেনশন সাপোর্ট করে এই ব্রাউজারটিতে। মজার ব্যাপার হল ব্রেভ গুগল ক্রোমের চেয়ে কিছুটা দ্রুত ওয়েব সাইট লোড করতেও সক্ষম।

ব্রাউজরটিতে অ্যাড, ট্র্যাকার, স্ক্রিপ্ট এবং থার্ড পার্টি কুকিজ ব্লকার রয়েছে। এছাড়া ব্রেভ রিওয়ার্ড প্রোগ্রাম সাপোর্ট রয়েছে ক্রিয়েটরদের জন্য। 
যে প্ল্যাটফর্ম গুলোতে ব্যবহার করতে পারবেন 
  • উইন্ডোজ
  • ম্যাকওস
  • লিনাক্স
  • অ্যান্ড্রয়েড এবং
  • আইওএস।

ব্রেভ ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Download Brave

৬.সাফারি

গুগল ক্রোম ও মোজিলা ফায়ারফক্সের বেস্ট বিকল্প  ব্রাউজার হতে পারতো সাফারি কিন্তু অ্যাপল সাফারি ব্রাউজারকে উইন্ডোজ প্ল্যাটফর্মের জন্য ব্যান করে দেয়। এই ব্রাউজারটি অ্যাপলের ডিফল্ট ব্রাউজারব্রাউজারটি তে  অন্যান্য ব্রাউজারগুলোর মতো অনেক এক্সটেনশান ব্যবহারের সুযোগ রয়েছে। 

Safari

অ্যাপল দাবি করে যে তাদের এই ব্রাউজারটি ম্যাকওসে অন্যান্য ব্রাউজারের তুলনায় ৩.২ গুণ বেশি এবং উইন্ডোজের অন্যান্য ব্রাউজারের তুলনায় ৩.৭ গুণ বেশি ফাস্ট জাভা স্ক্রিপ্ট লোড করতে সক্ষম।

যে প্ল্যাটফর্ম গুলোতে ব্যবহার করতে পারবেন
  • ম্যাকওস এবং
  • আইওএস
সাফারি ডাউনলোড করতে নিচের ডাউনলোড বাটনে ক্লিক করুন
Safari Downloud



আরো পড়ুনঃ

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post