Neemkuni Tech
ছবি- রয়টার্স


জীবনের বেশিরভাগ সময় ক্যালিফোর্নিয়ায় কাটানোর পর এবার বসবাসের জন্য টেক্সাসে পাড়ি জমিয়েছেন টেসলা প্রধান ইলন মাস্ক।

ওয়াল স্ট্রিট জার্নালের বার্ষিক সিইও কাউন্সিল সামিটে এক সাক্ষাৎকারে টেক্সাসে চলে যাওয়ার কথা নিশ্চিত করেছেন মাস্ক। পাশাপাশি দক্ষিণ টেক্সাসের বোকা চিকায় পরিকল্পিত টেসলা কারখানা বানানোর কথাও উল্লেখ করেছেন তিনি। বসবাসের জন্য টেক্সাসকে বেছে নেওয়ার এটিও একটি কারণ বলে প্রতিবেদনে জানিয়েছে ভার্জ।


ক্যালিফোর্নিয়ার অর্থনৈতিক পরিবেশের সমালোচনা করে মাস্ক বলেছেন “কোনো দল যদি অনেক দিন ধরে জিততে থাকে, তারা আত্মতুষ্ট হয়ে ওঠে।”


এর আগে এক প্রতিবেদনে উঠে এসেছে, ক্যালিফোর্নিয়ার সম্পত্তি সর্বমোট ছয় কোটি ২৫ লাখ মার্কিন ডলারে বিক্রি করেছেন মাস্ক।


গত সপ্তাহে এক প্রতিবেদনে সিএনবিসি জানিয়েছে, টেক্সাসে কোনো আয়কর না থাকায় ক্যালিফোর্নিয়া ছেড়ে টেক্সাসে যাওয়ার পরিকল্পনা করছেন মাস্ক। এই পদক্ষেপের মাধ্যমে কয়েকশ’ কোটি মার্কিন ডলার বাঁচাতে পারবেন তিনি।

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post