Neemkuni Tech
Oppo


বিচ্ছিন করা যাবে এমন ক্যামেরার নতুন স্মার্টফোনের পেটেন্ট করেছে চীনা প্রতিষ্ঠান অপো। এর মানে গ্রাহক চাইলে যে কোনো সময় ফোনের ক্যামেরা মডিউলটি আলাদা করতে পারবেন, আবার জোড়া লাগাতে পারবেন।

ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রোপার্টি অর্গানাইজেশনে এই পেটেন্ট করেছে গুয়াংডং অপো মোবাইল টেলিকমিউনিকেশনস।


প্রযুক্তি সাইট সিনেটের প্রতিবেদন বলছে, আয়তাকার ক্যামেরা মডিউলটি যেকোনো সময় খুলে ইউএসবি-সি কানেক্টরের মাধ্যমে যুক্ত করে সেলফি তোলা যাবে।


পেটেন্টে দেখা গেছে, ক্যামেরা মডিউলটিতে গোলাকার নকশায় দুইটি ক্যামেরা সেন্সর এবং একটি কাটা অংশ রয়েছে। এই অংশে একটি এলইডি ফ্ল্যাশ বসানো যাবে বলেও ধারণা করা হচ্ছে।


ইউএসবি টাইপ-সি কানেক্টরের সঙ্গে আসবে ক্যামেরা মডিউলটি এবং এটি ৯০ ডিগ্রি ও ১৮০ ডিগ্রি কোণে বাঁকানো যাবে।


পেটেন্টে আরও বলা আছে, ক্যামেরা মডিউলের মাদারবোর্ডে রিমোট সংযোগের জন্য ওয়াই-ফাই, ব্লুটুথ এবং এনএফসি থাকবে। বাড়তি একটি রিচার্জএবল লিথিয়াম ব্যাটারিও থাকবে এতে।


সুত্রঃ অনলাইন  

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post