ছবিঃ ফেইসবুক

গত বছরই কম্পিউটারের জন্য আলাদা মেসেঞ্জার অ্যাপ আনার কথা ঘোষণা দিয়েছিল ফেসবুক, গত এপ্রিলের শুরুতে ফেসবুক উইন্ডোজ এবং ম্যাক কম্পিউটারের জন্য নতুন মেসেঞ্জার অ্যাপ লঞ্চ করেছে। 

ফেসবুক এর একজন কর্মকর্তা এক ব্লগ পোস্টে জানান, বিশ্বজুড়ে নভেল করোনাভাইরাসের সংক্রমণের পর ফেসবুক মেসেঞ্জারে কল করার চাহিদা প্রায় দ্বিগুণেরও বেশি হয়ে গেছে। আর এমন সময়ে ফেসবুকের নতুন এই সফটওয়্যার রিলিজ হওয়া ব্যবহারকারীদের অন্য বেশ কাজে দেবে বলে আশা করছেন তিনি।

এতদিন ম্যাসেঞ্জারের শুধুমাত্র মোবাইল অ্যাপ ছিল এবং ব্রাউজারে ফেসবুক/মেসেঞ্জার ওয়েবসাইট ভিজিট করে এতে চ্যাট করা যেত। এখন মেসেঞ্জার এর অ্যাপ ব্যবহার করে কম্পিউটারে ব্রাউজার ছাড়াই চ্যাটিং, ভয়েস এবং ভিডিও কল করা যাবে।

যা থাকছে ফেসবুক মেসেঞ্জারে 
  •  নতুন ম্যাসেঞ্জার অ্যাপের মাধ্যমে আপনি আরো বড় স্ক্রিনে গ্রুপ ভিডিও কল করতে পারবেন। 
  • আপনার সমস্ত ফেসবুক বন্ধুদের মেসেঞ্জার করার কারণে আপনাকে কারও ইমেল বা ফোন নম্বর জানার দরকার নেই।
  •  যারা বাসা থেকে কাজ করছেন তারা এই ফিচারটি ব্যবহার করে উপকৃত হতে পারেন, কারণ ফেসবুকে কল করতে বাড়তি কোনো খরচ হয় না।
  • মেসেজের নোটিফিকেশনও এখন থেকে সরাসরি কম্পিউটারে পেতে পারেন এই অ্যাপের মাধ্যমে। 

এছাড়াও এতে রয়েছে ডার্ক মোড এবং GIFs.

আপনি চাইলে এখনই মাইক্রোসফট স্টোর  অথবা ম্যাক অ্যাপ স্টোর থেকে কম্পিউটারের জন্য ফেসবুক মেসেঞ্জার অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। এরপর আপনার ফেসবুক একাউন্টের মাধ্যমে এতে সাইন-ইন করে শুরু করে দিতে পারেন চ্যাটিং, ভিডিও এবং ভয়েস কল।

Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post