বিশ্বের অনেকগুলো দেশে নভেল করোনাভাইরাস সংক্রমণের কারণে আতংক তৈরি হয়েছে। ৫ মার্চ ২০২০ পর্যন্ত বিশ্বজুড়ে  ২ লক্ষ ৫১ হাজার পাঁচশত ৮০ জনের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা প্রায় ৩৫ লাখেরও বেশি । মহামারী করোনাভাইরাস  প্রথম চীনের হুবেই প্রদেশের রাজধানী উহানে প্রথম করোনা ভাইরাস শনাক্ত হয়। পরে তা বাংলাদেশে, জাপান, থাইল্যান্ড, হংকং, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, সৌদি আরব, যুক্তরাষ্ট্র সহ ছড়িয়েছে সারা বিশ্বে। সব থেকে বেশি মারা গেছে যুক্তরাষ্টে ৬৯৬৮০ জন। ৫ মার্চ পর্যন্ত বাংলাদেশে মারা গেছে ১৮৩ জন, আক্রান্ত হয়েছে প্রায় ১০ হাজার নয়শত  ২৯ জন  মানুষ।

নভেল করোনা ভাইরাস (২০১৯-nCOV) ভাইরাসের সপ্তম বৃহৎ প্রজাতি। এ ভাইরাস ছড়ায় হাঁচি-কাশির মাধ্যমে এটি মূলত শ্বাসতন্ত্রে সংক্রমণ ঘটায়। পাশাপাশি আরও কিছু উপসর্গ দেখা দেয়। ভাইরাসটি ফ্লু বা ঠান্ডা লাগার মতোই, লিভার ও কিডনিও আক্রান্ত হতে পারে।  । তবে শেষ পর্যন্ত অরগ্যান ফেইলিওর বা অঙ্গ-প্রত্যঙ্গ বিকল হয়ে যাওয়া এবং নিউমোনিয়া আক্রান্ত হয় এমন কি  মৃত্যু ঘটারও আশঙ্কা রয়েছে।

করোনা ভাইরাসের লক্ষণঃ 

আক্রান্ত হওয়ার পর ৫ দিন পর নিম্নোক্ত লক্ষণ দেখা দিতে পারে।
শ্বাসকষ্ট
১০০ ডিগ্রি ফারেনহাইট জ্বর
শুকনো কাশি
শ্বাসপ্রশ্বাসের সমস্যা
পেটের পীড়া
পেটে জ্বালাপোড়া

করোনা ভাইরাস এর চিকিৎসা কী?
এখনও  করোনা ভাইরাসের কোনো টিকা বা প্রতিষেধক আবিষ্কৃত হয়নি তবে বিজ্ঞানীরা চেষ্টা করছেন এর টিকা বের করতে, এরই মধ্যে চীন, জাপান, যুক্তরাষ্ট, যুক্তরাজ্য সহ বেশ কয়েকটি দেশ পরীক্ষামুলক ভাবে টীকা দিয়েছে । বর্তমানে  রোগীর লক্ষণ অনুযায়ী চিকিৎসা দিয়ে থাকেন চিকিৎসকরা।

চিকিৎসকদের পরামর্শ:
ভাইরাস সংক্রমিত ব্যক্তির সংস্পর্শ এড়িয়ে চলুন
বারবার হাত ধুয়ে পরিচ্ছন্ন থাকুন
হাত দিয়ে নাক-মুখ স্পর্শ না করাই ভালো
ঘরের বাইরে গেলে সার্জিক্যাল মাস্ক পরুন

হাত ধোয়ার সঠিক নিয়ম 


বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর বলছে, যদি প্রচণ্ড জ্বর (অন্তত ১০০ ডিগ্রি ফারেনহাইট), গলাব্যথা, কাশি বা শ্বাসকষ্টের সমস্যায় পড়েন, তাহলে নভেল করোনা ভাইরাস সংক্রমণ হয়ে থাকতে পারে। এ ক্ষেত্রে অবিলম্বে স্বাস্থ্য কেন্দ্র বা চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

করোনার লক্ষণ দেখা দিলে নম্বরে যোগাযোগ করুন নিচের নাম্বার গুলোতে 

আইইডিসিআরের হটলাইন নম্বর: সরকারের জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) নম্বর হলো ১০৬৫৫
স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইনের নম্বর: সরকারের স্বাস্থ্য অধিদপ্তরের হটলাইন নম্বর ১৬২৬৩ 
স্বাস্থ্য বাতায়ন হটলাইন নম্বর: স্বাস্থ্য অধিদপ্তরের একটি সেবা কার্যক্রম স্বাস্থ্য বাতায়ন। স্বাস্থ্য বাতায়নের হটলাইন নম্বর ৩৩৩
যে সব সাইটে  করোনা নিয়ে সর্বশেষ তথ্য পাবেন
সর্বশেষ সরকারি তথ্য পেতে ভিজিট করুন https://corona.gov.bd/  ওয়েবসাইট (বাংলাদেশ সরকারের অফিসিয়াল করোনাভাইরাস তথ্যমূলক সাইট)।
বেসরকারি সংস্থা GroupMappers এর তথ্য পেতে
ডেক্সটপ ভার্সন  http://groupmappers.com/covid-19-desktop/ 
মোবাইল ভার্সনঃ  http://groupmappers.com/covid-19-mobile/

আপনি কি করোনা আক্রান্ত হলে  করোনার সম্ভাব্যতা যাচাই করুন এই লিংকে https://livecoronatest.com/
আপনার আশেপাশের সম্ভাব্য করোনা আক্রান্তের তথ্য দিনঃ https://corona.gov.bd/affected




পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট (পিপিই) ব্যবহারের সঠিক নিয়ম


Post a Comment

If you any Question, Please contact us.

Previous Post Next Post